শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » উত্তেজনার মধ্যে পুতিনের কাছে যাচ্ছেন ইমরান
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » উত্তেজনার মধ্যে পুতিনের কাছে যাচ্ছেন ইমরান
১২৬ বার পঠিত
বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তেজনার মধ্যে পুতিনের কাছে যাচ্ছেন ইমরান

---

পশ্চিমারা ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করছেন। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার (২৩ ফেব্রুয়ারি) পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সহযোগিতাসহ দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিন্যাস পর্যালোচনা করবেন পুতিন ও ইমরান খান।

পুতিনের দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আলোচনায় বসবেন পুতিন ও ইমরান।

পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামোফোবিয়া এবং আফগানিস্তান পরিস্থিতিসহ প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই নেতা বিশদ আলোচনা করবেন।

মঙ্গলবার ইমরান খান বলেন, ইউক্রেন সংকট নিয়ে আমরা উদ্বিগ্ন নই। রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমরা মূলত সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।

পাকিস্তানি নেতা আরও বলেন, এখন আমরা কারো অংশ হতে চাই না। আমরা সব দেশের সঙ্গেই বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই। তিনি আশা করেন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে।

অন্যদিকে ইউক্রেনের গমের প্রধান আমদানিকারক দেশ পাকিস্তান, সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনের সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে।

ইউক্রেনের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জেপার সোমবার (২১ ফেব্রুয়ারি) কিয়েভে পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পর এক টুইট বার্তায় বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

জেপার লিখেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার জন্য আমরা পাকিস্তানের প্রতি কৃতজ্ঞ।

ইউক্রেনের বিচ্ছিন্ন প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককের স্বাধীনতাকে পুতিন স্বীকৃতি দেওয়ার পর ইমরান খানই প্রথম বিদেশি নেতা, যিনি মস্কো সফর করবেন।



আর্কাইভ