মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইরানে স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত
ইরানে স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত
ইরানে স্কুলে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিন জনের মৃত্যু হয়েছে। মার যাওয়া তিন জনের মধ্যে দুই জন পাইলট, অপর ব্যক্তি বেসামরিক নাগরিক। দুর্ঘটনায় বিমানটি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, ইরানের তাবরিজ শহরের একটি স্কুলে এফ-৫ মডেলের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের তিন আরোহীর মৃত্যু হয়েছে। তবে করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় কোনো শিক্ষার্থীর মৃত্যু হয়নি। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে পুড়ে যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া তিন জনের মধ্যে দুই জন পাইলট। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হতো। যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : ডেইলি মেইল