মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কাভার্ডভ্যানে থাকা কাপড় চুরির ঘটনায় চালকসহ ৩ জন আটক
কাভার্ডভ্যানে থাকা কাপড় চুরির ঘটনায় চালকসহ ৩ জন আটক
চট্টগ্রামে থেকে ঢাকায় কাভার্ডভ্যানে পণ্য নেওয়ার সময় ফেব্রিক্স চুরি করে নিয়ে যাওয়া চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মিরসরাই থানার বারৈয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক তিনজন হলেন- ট্রাক ড্রাইভার মো. জাহিদুল ইসলাম (২৮), তার সহযোগী মো. শহিদ উল্যাহ (৪৭) ও আল আমিন (২৫)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি জেএম ট্রেডার্সের মালামাল (কাপড়ের রোল) চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পৌঁছে দেওয়ার জন্য কাভার্ডভ্যানের চালক মো. জাহিদুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী সেদিনই চট্টগ্রাম বন্দর থেকে ৩০০টি ফেব্রিক্স কাপড়ের রোল কাভার্ডভ্যানে লোড করে চালানসহ ঢাকার উদ্দেশে রওনা করে জাহিদুল। কিন্তু ঢাকা যাওয়ার পথে কৌশলে গাড়ির পিছনের লকের সঙ্গে সংযুক্ত সিলগালা অক্ষত রেখে ১১টি ফেব্রিক্স কাপড়ের রোল চুরি করে। পরে কাপড়ের রোলগুলো চট্টগ্রাম মিরসরাইয়ের এস এ পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকায় পাঠানোর জন্য বুকিং করার চেষ্টা করে বলে তথ্য পাওয়া যায়।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি রাতে এস এ পরিবহনের বারৈয়ারহাট শাখায় অভিযান পরিচালনা করে মালামাল বুকিং করার সময় কাভার্ডভ্যান ড্রাইভার জাহিদুলকে আরও দুই সহযোগীসহ আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা কাপড়ের ১১টি রোল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৯৫ হাজার টাকা। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।