শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
১৩৫ বার পঠিত
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

---

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সেলানগড় প্রাদেশিক শাখা।

দিবসটি উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল জি টাওয়ারে সমবেত হয় সংগঠনটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী কবির হোসেন ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার।

এ সময় বক্তারা একুশের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ১০ দফা দাবি পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা।

শাহ আলম শাখার সভাপতি ফয়সাল শেখ ও সেলানগড় প্রাদেশিক শাখার সহসভাপতি শামসুল বিন কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলানগড় শাখার সভাপতি শফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন, প্রধান আলোচক এডামাস মেরিন মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর ক্যাপ্টেন জাকির হোসেন, বিশেষ আলোচক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক তারিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসানসহ অনেকে।

জাতীয় সংগীত ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার সহসভাপতি আমির হোসেন, অর্থ-সম্পাদক মনিরুজ্জামান মনির, শ্রম ও অভিবাসন সম্পাদক খান তরিকুল, মাইডিন কুয়ালালামপুরের এরিয়া ম্যানেজার মামুন হোসেন, কাজাং সিটি শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

পরে একুশে ফেব্রুয়ারিতে নিহত বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।



আর্কাইভ