শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল, কঠোর পুলিশ
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল, কঠোর পুলিশ
৩৬৭ বার পঠিত
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল, কঠোর পুলিশ

---

যুক্তরাষ্ট্রের অর্ধশত কোটি ডলারের অনুদান সহায়তার প্রতিবাদে বিক্ষোভ চলছে নেপালে।

রোববার (২০ ফেব্রুয়ারি) শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

মার্কিন এই সহায়তা প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেস পার্টির শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে বিভক্ত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্ধশত কোটি টাকার সহায়তার প্রস্তাবের বিরোধিতা করে বুধবার বিক্ষোভে নামেন বিরোধীরা। তাদের অভিযোগ, অর্থ সহায়তার বদলে যুক্তরাষ্ট্র যে শর্ত জুড়ে দিয়েছে; তা গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে এই প্রস্তাব বাতিলের আহ্বান জানান তারা।

বিক্ষুব্ধদের দমাতে এদিন জলকামান নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। বিক্ষুব্ধদের ওপর লাঠিচার্জের পাশাপাশি টিয়ারগ্যাসও নিক্ষেপ করে পুলিশ। এতে দু পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এদিকে সেনা শাসনের বিরুদ্ধে আবারো উত্তাল সুদান। গণতান্ত্রিক সরকারের দাবিতে দেশটির রাজধানী খার্তুমে রাস্তায় নেমে এসেছে কয়েক হাজার মানুষ। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ২০২০ সালের বিস্ফোরণের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে বন্দর পুনর্গঠনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। অন্যদিকে নেপালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিতর্কিত ৫০ কোটি ডলারের অনুদান পার্লামেন্টে পাস হওয়ায় বিক্ষোভ করেছে দেশটির জনগণ।

গেল বছরের অক্টোবরে প্রেসিডেন্ট আবদাল্লাহ হামদক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন দেশটির সাধারণ মানুষ। নিরাপত্তা বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করেই তারা বিক্ষোভ করে আসছেন। চলমান আন্দোলনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮০ জন। আহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।

বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। ২০২০ সালে শহরটির বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হওয়ার আগেই, এর পরিচালনার দায়িত্ব ফরাসি শিপিং কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামেন বিস্ফোরণে হতাহতদের পরিবারের সদস্যরা।



আর্কাইভ