শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অজিদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অজিদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা
৩১১ বার পঠিত
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অজিদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

---

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াল সফরকারী শ্রীলঙ্কা। পঞ্চম ম্যাচে রোববার (২০ ফেব্রুয়ারি) লঙ্কানদের জয় ৫ উইকেটে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করে সফরকারীদের ১৫৫ রানের টার্গেট দেয় অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা ১৩ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে থাকেন আরেক ওপেনার কুশাল মেন্ডিস। কামিল মিশরা আউট হন মাত্র এক রানে।

চারিথ আসালাঙ্কা অল্প সময়ের জন্য সঙ্গ দেন মেন্ডিসকে। ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে আগারের বলে শিকারে পরিণত হন চারিথ। জানিথ লিয়ানেজ আউট হলে শানাকাকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন মেন্ডিস। শানাকা ৩১ বলে করেন ৩৫ রান। শেষ পর্যন্ত মেন্ডিস ৫৮ বলে ৬৯ রান করেন। অজিদের হয়ে দুটি উইকেট নেন কেন রিচার্ডসন। এক উইকেট পান আগার।

এর আগে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান করতে অজিদের হয়ে ঝড়ো ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। মিডল অর্ডারে খেলতে নেমে ২৭ বলে ৪৩ রান করেন তিনি। বাকিদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ২৯, জন ইংলিস ২৩, ডানিয়েল সামস ১৮ ও মার্কাস স্টোইনিস ১৭ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু ‍কুমারা ও চামিরা। একটি করে উইকেট পান জয়াভিক্রমা ও করুনারত্নে।

সিরিজের প্রথম ম্যাচে ডিএল মেথডে ২০ রানে জয় পায় শ্রীলঙ্কা। পরের ম্যাচটিও জিতে তারা, তবে এবার ম্যাচ টাই হয়ে গেলে সুপার ওভারে জিততে হয় স্বাগতিকদের। তৃতীয় ম্যাচে ফের ৬ উইকেটে জিতে অজি শিবিরি। চতুর্থ ম্যাচেও তাদের জয় একই ব্যবধানে।



আর্কাইভ