শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গ্রীসে ফেরি দুর্ঘটনা : ১২ জন নিখোঁজ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গ্রীসে ফেরি দুর্ঘটনা : ১২ জন নিখোঁজ
১৩১ বার পঠিত
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রীসে ফেরি দুর্ঘটনা : ১২ জন নিখোঁজ

---

গ্রীসের লোনিয়ান সী’তে রাতে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি দু’জন আটকা পড়েছেন। এই দুর্ঘটনার পর এমার্জেন্সি ক্রূরা যত দ্রুত সম্ভব আগুন নিভিয়ে ফেলতে এবং অন্ধকার নেমে আসার আগেই জীবিতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। গ্রীক কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
গ্রীক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন। গ্রীস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেয়া হয়েছে।
গ্রীস ও আলবেনিয়ার মধ্যবর্তী ইরিকৌসা দ্বীপ উপকূলে এ আগুন প্রথম ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকাল পর্যন্ত এ আগুন জ্বলছিল।
কর্মকর্তারা জানান, জাহাজটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।
সরকারি টেলিভিশন ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হালকা আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
গ্রীক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজদের নয়জন বুলগেরিয়া থেকে এসেছেন।
ফেরির মালিক গ্রিমান্ডি লাইনস জানায়, জাহাজটিতে করে ২৩৯ যাত্রী ও ৫১ জন ক্রূ এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।



আর্কাইভ