শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক
অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পুটিবনিয়া ২২ নম্বর শিবির থেকে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশে তৈরি এলজি ও ৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, এই শিবিরের আশ্রিত মো. শফিক প্রঃ হাফেজ শফিক (২৬), আমান উল্লাহ(২৬) ও সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১)।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান , গতকাল শুক্রবার বিকেলে টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইসলাম গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সক্রিয় থাকার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে মামলা করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।