শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডব, ৮ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডব, ৮ জনের মৃত্যু
শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়টি কর্নওয়ালে আছড়ে পড়ার পর পশ্চিম ইংল্যান্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে।
নিহতদের মধ্যে- লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন রয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণ গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ঘূর্ণিঝড়টি ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানে। এতে ভেঙে পড়েছে অসংখ্য প্রাচীন গাছ। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক মানুষ। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। কেঁপে উঠে ক্যানারি ওয়ার্ফের বহুতল ভবনগুলোও।
এদিকে ঝড়ের কারণে একের পর এক বিমান বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন। সূত্র: আলজাজিরা