শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » ভারতে বাংলাদেশি পর্যটক কমছে, ব্যবসায় ধস
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » ভারতে বাংলাদেশি পর্যটক কমছে, ব্যবসায় ধস
১৪২ বার পঠিত
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে বাংলাদেশি পর্যটক কমছে, ব্যবসায় ধস

---

করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও কলকাতায় দেখা মিলছে না বাংলাদেশি পর্যটকের। প্রায় দুই বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কলকাতার নিউমার্কেটসহ বেশকিছু পর্যটনকেন্দ্রের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হতে চলেছে বাংলাদেশি পর্যটকদের অভাবে

ভারতের পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কমছে করোনার সংক্রমণ। দেশটিতে সবশেষ একদিনে ২৫ হাজার শনাক্তের মধ্যে পশ্চিমবঙ্গে ৩১৯ এবং রাজ্যটির রাজধানী কলকাতায় মাত্র ৩৮ জনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস।

সংক্রমণ কমতে থাকায় ভারতের অভ্যন্তরীণ রুট কিংবা আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ শিথিল করেছে মোদি প্রশাসন। উন্মুক্ত করে দেওয়া হয়েছে কলকাতার বাজারঘাট-শপিংমল। এ অবস্থাতেও কলকাতায় তেমন দেখা মিলছে না বাংলাদেশি পর্যটকদের। যারাও আসছেন নিতান্তই চিকিৎসার কারণে। অনেকেরই অভিযোগ, সীমান্তে প্রবেশের পর নানা হরয়ানির কারণে ভারতে প্রবেশের প্রবণতাও কমছে বাংলাদেশি পর্যটকদের।

বাংলাদেশি পর্যটকনির্ভর কলকাতার সদর স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট, নিউমার্কেট, রফি-আহমেদ কিদঁয় স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ব্যবসা-বাণিজ্যে চলছে প্রবল ভাটার টান। করোনা স্বাভাবিক হলেও কেন বাংলাদেশি পর্যটক আসছেন না, সেই প্রশ্ন অনেকেই মনে।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে ভারত সরকার সব ধরনের পর্যটন ভিসা বাতিল করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়ে প্রতিবেশী বাংলাদেশসহ বিদেশি পর্যটকদের ভারতের প্রবেশের সুযোগ নিশ্চিত করে। ভারতের বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করেন বাংলাদেশি পর্যটকরা। এ ক্ষেত্রে, ফ্লাইটে যাওয়ার শর্তে বাংলাদেশি পর্যটক ভিসা দেওয়া শুরু হয়। তবে এই মুহূর্তে বিমান ছাড়াও সীমান্ত পথে পর্যটকদের ভিসা দেওয়া হলে কলকাতায় বাংলাদেশি পর্যটকনির্ভর জায়গাগুলোতে আবারও প্রাণ ফিরে আসবে বলে মত সংশ্লিষ্টদের।



আর্কাইভ