রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » তুর্কি মন্ত্রীর বাসভবনে গিয়ে যা করলেন সালমান-ক্যাটরিনা
তুর্কি মন্ত্রীর বাসভবনে গিয়ে যা করলেন সালমান-ক্যাটরিনা
বেশ কয়েক বছর আগেই ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। তবে পর্দায় রোমান্স করতে দ্বিধা নেই কারো। ‘টাইগার থ্রি’ সিনেমায় আবারো জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটির শুটিং করতে বর্তমানে তুরস্কে রয়েছেন এই প্রাক্তন প্রেমিক যুগল। বিষয়টি জানতে পেরে বলিউডের ভাইজানকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসো। তুর্কি মন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেন সালমান। ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ছুটে যান মন্ত্রীর সঙ্গে দেখা করতে।
সেখানে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নৈশভোজেও অংশ নেন এই তারকা জুটি। সালমান-ক্যাটরিনার সঙ্গে নৈশভোজের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মন্ত্রী মেহমেত নুরি এরসো।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে একত্রিত হয়েছি, যারা তাদের নতুন প্রকল্পের জন্য আমাদের দেশে এসেছেন। তুরস্ক সব সময় আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলচ্চিত্র প্রকল্পের আয়োজন অব্যাহত রাখবে।
মেহমেত নুরি এরসোর শেয়ার করা ছবিতে ক্যাটরিনা এবং সালমানকে মন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। একটি ছবিতে সালমান খানকে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতের নেটিজেনরা তাদের তারকাদের সম্মান জানানোর জন্য তুরস্ককে ধন্যবাদও জানাচ্ছেন।
এর আগে সালমান খান, ক্যাটরিনা কাইফ, পরিচালক মনীশ শর্মাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা গেলো ১৮ আগস্ট দেশ ছেড়েছেন। এই শিডিউলের শুটিংয়ের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছে পুরো টিম। এই সফরে ৪৫ দিন থাকবেন তারা।
প্রথমে রাশিয়ায় গিয়েছিলেন সালমান-ক্যাটরিনা। তারপর এসেছেন তুরস্কে। সেখানে শুটিং শেষে অস্ট্রিয়ার মতো একাধিক দেশে শুটিং করবেন তারা। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো এমনভাবে তৈরি করার পরিকল্পনা করেছেন যা আগে কোনো সিনেমায় দেখা যায়নি।
প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালনা করছেন মনীশ শর্মা।