বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » সিনেমার গল্প থেকে লোমহর্ষক অপরাধকাণ্ডে উৎসাহিত!
সিনেমার গল্প থেকে লোমহর্ষক অপরাধকাণ্ডে উৎসাহিত!
পর্দায় নায়ক-খলনায়কদের বিভিন্ন অ্যাকশন করতে দেখে তাদের মতো হতে চাওয়া কিংবা তাদের অনুসরণ করার মতো ঘটনা প্রায়শই ঘটছে। কিন্তু তাদের করা অবাস্তব কোনো অপরাধ বাস্তব জীবনে ঘটাতে চাওয়াটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু এমন অদ্ভুত সতর্কতামূলক ঘটনায় বলিউডে ঘটে চলেছে অহরহ।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ এখন বেশ জনপ্রিয় ও চর্চাবহুল। তবে সিনেমা দেখে সত্য ঘটনা তৈরি করার বিষয়টা আদৌ কতটা যৌক্তিক তা নিয়ে সন্দেহ রয়েছে। বিভিন্ন সময়ে বলিউডের বিভিন্ন সিনেমা দেখে হুবহু অপরাধ নকল করার চেষ্টা করেছে বাস্তব জীবনের অপরাধীরা। অন্তত ‘পুষ্পা’ কাণ্ডের পর এই বিষয়টি আর কারও অপরিচিত নয়। সিনেমায় আল্লু অর্জুনের মতো লাল চন্দনের স্মাগলিং দেখে একই কায়দায় মহারাষ্ট্রের এক ব্যক্তি লাল চন্দন স্মাগলিংয়ের সময় ধরা পড়ে পুলিশের কাছে এবং সে পুলিশের কাছে স্বীকার করে যে ‘পুষ্পা’ সিনেমা দেখে উৎসাহিত হয়েছেন তিনি।
তবে এ ঘটনা নতুন নয়। এর আগে ১৯৯৩ সালের শাহরুখ খান জুহি চাওলার সিনেমা ‘ডার’ থেকে উদ্বুদ্ধ হয়ে ভয়ানক এক কাণ্ড ঘটায় দেবেন্দ্র কুমার নামের মানসিক অসুস্থ এক ব্যক্তি। ২০১৬ সালে নিজের অফিসের কলিগ দিপ্তী স্বর্ণাকে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করার পর কিডন্যাপ করে দেবেন্দ্র এবং পরবর্তীতে পুলিশের কাছে সে স্বীকার করে যে শাহরুখ খানের সিনেমা থেকে সে উৎসাহ নিয়েছে।
এ ছাড়া জনপ্রিয় অ্যাকশন মুভি ‘ধুম’, ‘শ্যুট-আউট এট লোখান্ডওয়ালা, ‘বান্টি আউর বাবলি’ সিনেমার গল্প থেকেও উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সময়ে অপরাধকাণ্ড ঘটিয়েছে অনেকে।