শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিপিএলের ফাইনাল নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিপিএলের ফাইনাল নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির
১৪৭ বার পঠিত
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপিএলের ফাইনাল নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির

---

দেখতে দেখতে শেষের শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের। এরই মধ্যে এক ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটে ফেলেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচে যারা জয় পাবে তারাই ফাইনালে বরিশালের মুখোমুখি হবে।

এদিকে, ফাইনালের সময় পরিবর্তন করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে বিকেল সাড়ে পাঁচটায় বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনালে গিয়ে অপেক্ষা করছে ফরচুন বরিশাল। কে হবে তাদের প্রতিপক্ষ? আসরের শুরু থেকে শেষ দুর্দান্ত ক্রিকেট খেলা দুই দল মুখোমুখি দ্বিতীয় কোয়ালিফায়ারে। বিকেলের ম্যাচে শিশির ঝামেলা করলেও নিজেদের স্কিলে পূর্ণ আস্থা আছে দলগুলোর।

চট্টগ্রামের শুরুটা ছিল দুর্দান্ত। নিজেদের তারা গড়ে তারুণ্যের ওপর ভর করে। ড্রাফট থেকে নেয়নি তারা কোন সুপারস্টারকে, কিন্তু তাতে কমেনি দলের ওজন। নামে ভারে বড় না হয়ে, মাঠে পারফর্ম করেছেন নাসুম, আফিফ, মৃত্যুঞ্জয়রা। সঙ্গে জ্যাকস, বেনি হাওয়েল, ওয়ালটনরা জুগিয়েছেন আত্মবিশ্বাস। ফলাফল, অধিনায়ক দ্বন্দ্বে তোলপাড় হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লিগ পর্ব থেকে প্রায় বাদ পড়ে যাওয়া দলটি কোন এক ভোজবাজিতে পাল্টে গিয়ে বিদায় করে দেয় তিন পাণ্ডবের মিনিস্টার ঢাকা গ্রুপকে। পরে তো এলিমেনেটরে হারায় আরেক পাণ্ডব মুশফিকের খুলনার টাইগারদের।

টানা ম্যাচ জয়ে উড়ছে এখন পোর্ট সিটির দলটা। টপ অর্ডার থেকে লোয়ার, ব্যাট হাতে লড়ছেন সবাই। আর বোলিংটা তো রীতিমতো ভয় জাগানিয়া যে কোন প্রতিপক্ষের জন্য। ফাইনালের আগেই তাই শেষের মোমেন্টাম তৈরি করতে চায় চট্টলা।

কোয়ালিফায়ারের আরেক দল কুমিল্লাকে ধরা হয় এই আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে। তারকায় ঠাসা দল শুরু থেকেই খেলেছে দারুণ ক্রিকেট। দলে আছেন মঈন আলী, ডু প্লেসির মত সারাবিশ্বে খেলে বেড়ানো টি-টোয়েন্টির ইউটিলিটি প্লেয়ার।

কাগজে কলমে কুমিল্লা, শুরু থেকেই ফেভারিট। তাদের তিন বিদেশি ক্রিকেটার ঈর্ষা জাগাবে যে কোন দলকে। সঙ্গে লিটন-জয়ের রসায়ন বেশ নির্ভার রেখেছে দেশ সেরা কোচ সালাউদ্দিনকে। কিন্তু প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নিজেদের খারাপ সময়টা ভাবাচ্ছে ভিক্টোরিয়ানদের। দলে আছেন মুস্তাফিজ, নারিনের মতো চ্যাম্পিয়ন বোলার। যদিও এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি ত্রিনিদাদে জন্ম নেওয়া ক্রিকেটের ফেরিওয়ালা নারিন।



আর্কাইভ