রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মাহমুদউল্লাহ’র ম্যাচের সেঞ্চুরি, টসে হেরেছে বাংলাদেশ
মাহমুদউল্লাহ’র ম্যাচের সেঞ্চুরি, টসে হেরেছে বাংলাদেশ
টি-টোয়েন্টি ক্যারিয়ারে একশতম ম্যাচ খেলতে নামলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের অধিনায়কের দারুণ এই মাইলফলকের ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে আজ রোববার তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।
প্রথম ম্যাচে কিউইদের ৬০ রানে অল-আউট করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের লক্ষ্য দিয়ে ৪ রানে হারায় কিউইদের।
আজ সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে বোলিং করার আমন্ত্রণ পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশে নেই কোনও পরিবর্তন।