মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আইপিএল: রায়না-মরগ্যান-স্মিথদের দলে সাকিব
আইপিএল: রায়না-মরগ্যান-স্মিথদের দলে সাকিব
অবশেষে শেষ হয়েছে আইপিএলের দুইদিন ব্যাপী মেগা নিলাম। শনিবার থেকে শুরু হওয়া এ নিলামে শেষ পর্যন্ত দল পেয়েছেন ২০৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে বিদেশি ক্রিকেটার রয়েছেন ৬৭ জন। এদিকে, আইপিএলের নিলামে অনেক অখ্যাত ক্রিকেটার যেমন রাতারাতি কোটিপতি বনে গেছেন, তেমনি অনেক তারকা ক্রিকেটার রয়েছেন, যারা দলই পাননি।
তারকা ক্রিকেটারদের মধ্যে যারা দল পাননি তাদের তালিকায় শীর্ষেই থাকবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে থাকা সাকিবের নাম দুই দফায় তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে নিয়ে আগ্রহ দেখায়নি! যা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে।
অন্যদিকে, দল পাননি গেল আসরে কলকাতাকে ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মরগ্যানও। তবে দ্বিতীয় দফায় তাকে নিলামে তোলা হয়নি। এছাড়া অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে নিয়েও কেউ আগ্রহ দেখায়নি। পাশাপাশি এক সময় যাকে বলা হতো আইপিএলের ব্র্যান্ড এম্বাসেডর সেই সুরেশ রায়নাও এবার ব্রাত্যই রয়ে গেলেন। ভারতীয় এ তারকা ব্যাটারকে কেউ দলে ভেড়ায়নি।
প্রথম দিনে দল পাননি দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। তবে দ্বিতীয় দিনে রোববার (১৩ ফেব্রুয়ারি) নতুন দল গুজরাট টাইটানস প্রোটিয়া এ ব্যাটারকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার ম্যাথু ওয়েডও দ্বিতীয় দিনে দল পেয়েছেন। ২ কোটি ৪ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে মিলারের দল গুজরাট টাইটানস। আরেক আফ্রিকান বোলার লুঙ্গি এনগিদিকে দ্বিতীয় দফায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার দর উঠেছে ৫০ লাখ রুপি।
এদিকে, ইংলিশ উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংসকে দুই কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস জর্ডানকে ৩ কোটি ছয় লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এছাড়া ক্যারিবীয় ব্যাটার এভিন লুইসকে ভিত্তিমূল্য দুই কোটিতে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। পাশাপাশি ইংলিশ ব্যাটার অ্যালেক্স হ্যালসকে দেড় কোটি রুপিতে কিনেছে কলকাতা।
অন্যদিকে, বিপিএল মাতানো বেনি হাওয়েল প্রথম দফায় দল না পেলেও দ্বিতীয় দফায় দল পেয়েছেন। ৪০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া বিপিএলে ঢাকার হয়ে খেলা ফজল হক ফারুকিকে দ্বিতীয় দফায় ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে, নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে দেড় কোটিতে দলে ফিরিয়েছে কলকাতা।
প্রথম দিনে অবিক্রীত থাকা ঝদ্ধিমান সাহাকে দ্বিতীয় দফায় প্রায় দুই কোটিতে দলে টেনেছে গুজরাট টাইটানস।