মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নাটোরে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম শুরু
নাটোরে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম শুরু
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে অনূর্ধ্ব-১৫ খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. আখতার হোসেন।
পাঁচদিনের প্রশিক্ষণ শেষে ২৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে তিনজন কৃতি ফুটবলারকে নির্বাচন করা হবে। নির্বাচিত তিনজন ফুটবলার পরবর্তীতে রাজশাহীতে অনুষ্ঠিতব্য ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, প্রশিক্ষণ কার্যক্রম সফল করতে দক্ষ প্রশিক্ষক নিয়োজিত করাসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।