শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড প্রথম ও কুমিল্লা শিক্ষা বোর্ড দ্বিতীয় স্থানে
প্রথম পাতা » খুলনা | চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড প্রথম ও কুমিল্লা শিক্ষা বোর্ড দ্বিতীয় স্থানে
১৩৩ বার পঠিত
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড প্রথম ও কুমিল্লা শিক্ষা বোর্ড দ্বিতীয় স্থানে

---

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের সাধারণ ৯ টি শিক্ষাবোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের মধ্যে যশোর শিক্ষাবোর্ড প্রথম এবং কুমিল্লা শিক্ষাবোর্ড দ্বিতীয় স্থান লাভ করেছে।
যশোর শিক্ষাবোর্ডে সব চেয়ে বেশি ৯৮ দশমিক ১১ শতাংশ এবং কুমিল্লা শিক্ষাবোর্ডে ৯৭ দশমিক ৪৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড থেকে মোট ১ লাখ ৩১ হাজার ৫শ’ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৩ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী পাশ করেছে।
পাসের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এই শিক্ষাবোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৩১ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৪৩৫ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী। এই বোর্ডের অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৬৮০ শিক্ষার্থী পাশ করেছে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৬২১ টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে গত বছরের ২ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়।



আর্কাইভ