রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ততম এক রাত
ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ততম এক রাত
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল রোববার (১৩ ফেব্রুয়ারি) মাঠে নামবে টেবিলের তলানিতে থাকা বার্নলির বিপক্ষে। এদিকে, দিনের আরেক ম্যাচে শীর্ষ চারে যাওয়ার লড়াইয়ে টেবিলের সপ্তম স্থানে থাকা টটেনহ্যাম মুখোমুখি হতে যাচ্ছে উলভসের। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ইপিএলের শীর্ষস্থান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে লিভারপুল। যদিও টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে কোনোভাবেই টেক্কা দিয়ে উঠতে পারছে না ক্লপের দল। ২৩ ম্যাচে ১৫ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অলরেডরা।
এদিকে নতুন বছরে বেশ ছন্দে আছে লিভারপুল। সব আসর মিলিয়ে টানা ৫ ম্যাচে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এবার প্রতিপক্ষ বার্নলি। টার্ফ ম্যুরে রেডদের জয় খুব একটা কষ্টসাধ্য হওয়ার কথা নয়। কারণ, বার্নলির চলতি মৌসুমে অবস্থা একেবারের ভালো নয়। ২০ ম্যাচে তাদের জয় আছে মাত্র একটিতে।
আফ্রিকা কাপ অব ন্যাশন্স শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ। লিস্টারের বিপক্ষে বদলি হিসেবে নামলেও টার্ফ ম্যুরে শুরুর একাদশেই দেখা যেতে পারে এই ইজিপশিয়ান তারকাকে। বার্নলির বিপক্ষে শুরুর লাইন আপে সাদিও মানেকেও রাখতে পারেন কোচ।
ছন্দে থাকা দিয়েগো জোতা, দিয়াজ এবং হ্যান্ডারসনরাও খেলার জন্য ফিট। অন্যদিকে বার্নলির আক্রমণ ভাগ সামাল দেবেন রদ্রিগেজ, তারকোস্কি ব্রোনহিলদের।
ইপিএলের আরেক ম্যাচে, টটেনহ্যামের বিপক্ষে লড়বে টেবিলের অষ্টম স্থানে থাকা উলভস। কিন্তু লড়াইটা বেশ শক্ত হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। কারণ, টেবিলের সপ্তম স্থানে থাকা টটেনহ্যাম ২১ ম্যাচে জয় পেয়েছে ১১ ম্যাচে। সংগ্রহ করেছে ৩৬ পয়েন্ট। অন্যদিকে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে আছে উলভস। ২২ ম্যাচে ১০ জয় নিয়ে ৩৪ পয়েন্ট পেয়ে লিলিহোয়াইটদের সঙ্গে পাল্লায় আছে তারা।
চলতি মৌসুমে সব আসর মিলে ১৫ গোল করে ছন্দে আছেন হ্যারি কেইন। সন হিউ মিন করেছেন ১০ গোল। দলের আক্রমণ ভাগের ফুটবলাররা গোলের মধ্যে থাকলেও টটেনহ্যামের মূল সমস্যা ধারাবাহিকতার অভাব। শেষ ৭ ম্যাচে চারটিতেই হেরেছে তারা। এবার খেলা ঘরের মাঠে হওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিতে চাইবে স্পার্স।
এদিকে, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে তাদের প্রতিপক্ষ এস্পানিওল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এদিকে, সিরিআ’য় আটালান্টার মাঠে আতিথ্য নেবে য়্যুভেন্তাস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।