রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সাগর-রুনি হত্যারহস্য উদ্ঘাটনে যথেষ্ট দেরি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাগর-রুনি হত্যারহস্য উদ্ঘাটনে যথেষ্ট দেরি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে দেরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা মন্ত্রীকে এই হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালত র্যাবকে দায়িত্ব দিয়েছেন। র্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি, খুব দ্রুত কী ঘটেছিল, কে কে দায়ী ছিল–এগুলো আমরা বের করতে পারব। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমি দ্রুত গিয়েছিলাম। আমিও মনে করি, এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে অবিলম্বে এটার একটা ব্যবস্থা নিতে পারি।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এর মধ্যে মামলার বিচার, চার্জশিট তো দূরের কথা, ১০ বছরে তদন্তই শেষ হয়নি। ৮৫ বার সময় নিয়েও তদন্তকারীরা আদালতে প্রতিবেদন দিতে পারেননি। এ পর্যন্ত ৮৬ বারের জন্য সময় চেয়েছেন।
সবশেষ গত ২৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা র্যাবের অ্যাডিশনাল এসপি খন্দকার শফিকুল আলমের আবেদনে আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নতুন তারিখ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত।