শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামকে পাহাড়সম লক্ষ্য দিল সিলেট
চট্টগ্রামকে পাহাড়সম লক্ষ্য দিল সিলেট
বিপিএলে শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে সিলেট সানরাইজার্স। সিলেটের হয়ে ৪৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন রবি বোপারা।
বাঁচা-মরার লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায়। তবে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে সিলেটের দুই ওপেনার ইনগ্রাম এবং বিজয়। তাদের উদ্বোধনী জুটিতে ওঠে ৪১ রান। এরপর মিরাজের বলে ইনগ্রাম বোল্ট হন ২৪ রানে। এরপর ৫ রানের ব্যবধানে আরেক উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট।
তবে সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন ক্যারিবিয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স এবং রবি বোপারা। ৪ ছক্কা এবং ২ চারে বোপারা করেন ৪৪ রান। আর ৫ চার এবং ২ ছক্কায় সিমন্স করেন ৪৩ রান। এদিকে শেষে নেমে ২২ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন।
চট্টগ্রামের হয়ে ৩ উইকেট পান মৃত্যুঞ্জয় চৌধুরী। এ ছাড়াও একটি করে উইকেট পান শরিফুল ইসলাম এবং মিরাজ হোসেন। সিলেটের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জিততেই হবে চট্টগ্রামকে।
এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্জাইজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বেজায় সমালোচনার জন্ম দিয়েছে ওরা। সরাসরি যার নেতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরমেন্সে। আর তাই লিগ পর্বের শেষ ম্যাচে এসেও সুতোয় ঝুলে ওদের প্লে অফ ভাগ্য।
এদিকে সেরা চারে যেতে হলে সিলেটের বিপক্ষে জিততেই হবে চ্যালেঞ্জার্সদের। আগের ম্যাচে ঢাকাকে হারিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ওরা। একই সঙ্গে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। দলে ভালো করছে তুরণরা। ওভারসিজ রিক্রুট উইল জ্যাকস আর বেনি হাওয়েলরা ভরসার প্রতিচ্ছবি চট্টগ্রামের।