শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মঈনের ‘ছক্কা’ বন্যায় রান পাহাড়ে কুমিল্লা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মঈনের ‘ছক্কা’ বন্যায় রান পাহাড়ে কুমিল্লা
৩২৪ বার পঠিত
শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঈনের ‘ছক্কা’ বন্যায় রান পাহাড়ে কুমিল্লা

---

খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন লিটন দাস। শেষদিকে খুলনার বোলারদের ছক্কা বন্যায় ভাসালেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তার বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছে ভিক্টোরিয়ান্স। মুশফিকের খুলনাকে আজই প্লে-অফ নিশ্চিত করতে হলে করতে হবে ১৮৯ রান।

টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার দুই উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয় আর লিটন দাস মিলে শুরুটা পেয়েছিলেন দুর্দান্ত। খালেদের করা প্রথম ওভারে যেন পিচটা আরেকটু পরখ করে দেখলেন দুই ওপেনার। প্রথম ওভার শেষে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ৩ রান। দ্বিতীয় ওভারেই চার-ছক্কার ফুলঝুড়িতে এক লাফে সংগ্রহ গিয়ে থামে ১৯-এ। নাবিল সামাদের এক ওভারে দুই চার এক ছয় ও সিঙ্গেলে ১৬ রান তোলে লিটন।

তবে ব্যক্তিগত কোটার প্রথম ওভার করতে এসেই তোপের মুখে পড়া নাবিল সামাদ নিজের দ্বিতীয় ওভারেই দলকে এনে দিলেন ব্রেুক থ্রু। তুলে নেন জয়ের মূল্যবান উইকেট। দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা।

ভাগ্যটা লিটনের ছিল, লিটন ভাগ্যের ছিল না। দর্শকবিহীন মিরপুরে কুমিল্লার হয়ে রানের ফোয়ারা ছুটাচ্ছিলেন লিটন। মাত্র ১৭ বলে ৪১ করে আউট হওয়ার আগে ব্যক্তিগত ২১ রানের মাথায় নিশ্চিত জীবন পেয়েছিলেন। ধারণা করা হচ্ছিল, আজ হয়ত বড় ইনিংস খেলবেন কিন্তু পেরেরার বলে উইকেটকিপার মুশফিকের হাতে ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

লিটনের পর ব্যাট করতে নামা কুমিল্লা কাপ্তান ইমরুল কায়েস আজও যথারীতি হতাশ করলেন। খালেদের বলে আউট হওয়ার আগে ৮ বল খেলে করেছেন মোটে ৫ রান।

প্লে-অফ নিশ্চিতের ম্যাচে খেলতে নেমে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী বসান রূপসা পাড়ের দল খুলনা। শুরুতে ব্যাট করতে নেমে একবার অল্পের জন্য রান আউট হতে হতেও হননি ডু প্লেসি। শেষমেশ দশম ওভারে খালেদের ব্যর্থতায় আবারও বেঁচে যান।

আগের ম্যাচগুলোতে রান পেলেও যেন ঠিক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইংলিশ অলরাউন্ডার মঈন ‘ছক্কা’ আলী। ক্রিজে যতক্ষণ থাকেন ওভার বাউন্ডারি হাঁকাতেই বেশি পছন্দ তার। মিরপুরে দেখা মিলল সেই ছক্কা মঈনের। ১৩তম ওভারে শেখ মেহেদীকে ৩ ছক্কা হাঁকালেন। ওভারটিতে রান এলো ইনিংসের সবচেয়ে বেশি ২০ রান।

সৌম্যকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৫ তম ও বিপিএলে প্রথম ফিফটি তুলে নেন মঈন আলী। শেষমেশ পেরেরার বলে ফ্লেচারের হাতে ক্যাচ দিয়ে বিধ্বংসী ইনিংসের শেষ হয়। মঈন আলী থামেন মাত্র ৩৫ বলে ৭৫ রান করে। ৯ ছক্কা ও এক চারে সাজানো ছিল এ ইনিংস।

মঈনের ছক্কা বন্যায় ছাপা পড়া আরেক ব্যাটিং দানব ডু প্লেসি ৩৬ বলে ৩৮ করে সৌম্যর বলে আউট হন। এছাড়া থিতু হতে পারেননি সুনীল নারিনও। তবে সবার ব্যর্থতা ঢেকে গেছে মঈন শোতে।



আর্কাইভ