শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনা সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনা সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু
১৫১ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে করোনা সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

---

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে সারা বিশ্বেই চলতি বছর থেকে সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্য গবেষকেরা সতর্ক করে বলেছেন, বর্তমানে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশ্বে গত একদিনের ব্যবধানে করোনা আক্রান্ত বেড়েছে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪ লাখ ১ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৪৬৪ জনের।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ২১ লাখ ৮১ হাজার ২৭৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১১ হাজার ৭৫৯ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৮৪ হাজার ৮০০ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৩৪৫ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৯২২ জনের।

আরও পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ১৮৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৯৫৩ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



আর্কাইভ