বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরি-এ: রোমাকে হারিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার
সিরি-এ: রোমাকে হারিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার
রোমাকে ২-০ গোলে পরাজিত করে ইতালিয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। এই ম্যাচের মাধ্যমে রোমা কোচ হোসে মরিনহো সান সিরোতে ফিরেছেন।
২০১০ সালে ইন্টার ছাড়ার পর প্রথমবারের মত সান সিরোর সমর্থকদের সামনে কোচ হিসেবে হাজির হয়েছিলেন মরিনহো। যদিও সেটা রোমার কোচ হিসেবে। তারপরেও মিলানের সমর্থকরা তাকে উষ্ণ অর্ভথ্যনাই জানিয়েছেন। নেরাজুরির বেঞ্চে দুটি সফল মৌসুম কাটানো পর্তগীজ মরিনহোকে ইন্টারের সমর্থকরা স্বাগত জানাবে এটাই স্বাভাবিক ছিল। তার অধীনে ইন্টার এক মৌসুমে সিরি-এ, ইতালিয়ান কাপ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা মাধ্যমে ট্রেবল জয় করেছিল। ২০০৯-২০১০ মৌসুমে লিগ ও কাপ শিরোপা জয়ে মরিনহো ইন্টার রোমাকে পিছনে ফেলেছিল।
ম্যাচের শুরুতেই এডিন জেকোর গোলের পর দ্বিতীয়ার্ধে এ্যালেক্সিস সানচেজের গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়।
শেষ চারে ইন্টারের প্রতিপক্ষ এসি মিলান ও ল্যাজিওর মধ্যে বিজয়ী দল। শনিবার মিলান ডার্বিতে এসি মিলানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছিল সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টার। সেই পরাজয় থেকে বেরিয়ে এসে আরো একটি বড় ম্যাচে শেষ পর্যন্ত জয় পাওয়াটাই ছিল মূল চ্যালেঞ্জ, যাতে শতভাগ সফল হয়েছে ইন্টার।
ম্যাচ শেষে মরিনহো বলেছেন, ‘ইন্টারের সাথে আমার যে সম্পর্ক সেটা আমি কখনই লুকাতে পারিনি। এটা সারাজীবন একই থাকবে। কিন্তু এখানে আমি রোমার হয়ে জিততে এসেছিলাম। আমার সমর্থকরা আজ রোমার সমর্থক ছিল। আমরা জিততে পারিনি। কিন্তু পাঁচ মিনিটের পর থেকে রোমা ভাল খেলা শুরু করেছিল। এমন একটি দলের বিপক্ষে আমরা আজ মাঠে নেমেছিলাম প্রতিপক্ষ হিসেবে যারা কখনই সহজ নয়।’
ডার্বির থেকে কাল সান সিরোতে কম দর্শকের সমাগম হয়েছিল। ম্যাচ শুরুর পর থেকেই পুরো স্টেডিয়াম জুড়ে মরিনহোকে নিয়ে চিৎকার করতে দেখা গেছে। তাদের হাতে রাখা বড় ব্যানারে লেখা ছিল, ‘বাড়িতে স্বাগতম হোসে।’ এমনকি রেফারি মার্কো ডি বেলো যখন প্রথমার্ধের শেষে মরিনহোকে সিদ্ধান্তের বিরোধিতা করায় হলুদ কার্ড দিয়ে সতর্ক করেছিল তখনো সমর্থকরা এর প্রতিবাদ জানিয়েছে।
যদিও মাঠের লড়াইয়ে ইন্টারের খেলোয়াড়রা মরিনহোর প্রতি সমর্থকদের এই আবেগকে পাত্তাই দেয়নি। ইভান পেরিসিচের ক্রস থেকে ম্যাচ শুরুর দুই মিনিটর মধ্যে রোমার সাবেক অভিজ্ঞ খেলোয়াড় জেকো অসাধারণ ভলিতে ইন্টারকে এগিয়ে দেন। নিকোলো বারেলা দুর পাল্লার শট বারে লেগে ফেরত আসে। মিলান স্ক্রিনিয়ারের হেড সরাসরি রুই প্যাট্রিসিওর হাতে জমা পড়ে। এরপর রোমা কিছুটা জেগে উঠে। রিক ক্রাসডর্পের ক্রস থেকে নিকোলো জানিয়োলো সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন। ডান গোঁড়ালির ইনজুরিতে পরে ইন্টারের ২২ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার আলেহান্দ্রো বাস্তোনি প্রথমার্ধের শেষ মুহূর্তে মাঠ ত্যাগে বাধ্য হলে দুঃশ্চিন্তায় পড়ে স্বাগতিকরা। ৬৮ মিনিটে সানচেজের রকেট শট আর রুখতে পারেননি প্যাট্রিসিও।