শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বৃত্তিসহ ৮ দফা দাবি শিক্ষকদের
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বৃত্তিসহ ৮ দফা দাবি শিক্ষকদের
১৩৭ বার পঠিত
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বৃত্তিসহ ৮ দফা দাবি শিক্ষকদের

---

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা বা বিশেষ বৃত্তি দেওয়াসহ আট দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।

আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বাজেটের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা প্রশাসন, বোর্ড, বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা। নেতাকর্মীরা বলছেন, সরকারের সদিচ্ছা বাস্তবায়নের জন্য এটি করতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম। তিনি বলেন, শিক্ষা খাতে বড় ভূমিকা রাখার পরও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, নানা সমস্যায় জর্জরিত। এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দেওয়া হলেও অসংখ্য এমপিওভুক্ত শিক্ষক শূন্য পদে আবেদন করে তাদের ইচ্ছামতো পছন্দের প্রতিষ্ঠানে চলে যান। এতে বিপুলসংখ্যক শূন্য পদ তৈরি হচ্ছে।

মো. শাহজাহান আলম বলেন, বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বদলির কার্যক্রম চালু করা হলে এ সমস্যার সমাধান হবে।

আট দফা দাবিগুলো হলো- সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা, বোর্ড কর্তৃক এফিলিয়েশনভুক্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা, আসন্ন ঈদের আগে উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমপরিমাণ করা, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা বা বিশেষ বৃত্তি দেওয়া, শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা এবং শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষা অধিদপ্তরসহ শিক্ষার বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা।

এই আট দফা দাবি আদায়ে আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সারা দেশে মানববন্ধন করবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সমন্বয়কারী অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ নাসির উদ্দিন প্রমুখ।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ