বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিট আপত্তি বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়ার সুপারিশ
সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিট আপত্তি বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়ার সুপারিশ
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২২ : সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসাবে অডিট আপত্তি পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ রস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১ ও ৬২তম বৈঠকের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
পরিবহন অডিট অধিদপ্তর কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০১৪-১৫ থেকে ১৫-১৬ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮ ও ০৯ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া পরিবহন অডিট অধিদপ্তর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০১৬-২০১৭ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট আলোচনা করা হয়
রিপোর্টের ২০১৭-২০১৮ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির ১ থেকে ৯ অনুচ্ছেদ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসব আপত্তির বিষয়ে যথাযত ব্যবস্থা নিয়ে তা নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তর, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।