শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পোস্ট অফিসে হয়রানির অভিযোগ
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পোস্ট অফিসে হয়রানির অভিযোগ
২১৪ বার পঠিত
রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোস্ট অফিসে হয়রানির অভিযোগ

---

গাজীপুরের কালিয়াকৈরে পোস্ট অফিসে এফডিআর ও সঞ্চয়পত্র মেয়াদি লভ্যাংশ পেতে গ্রাহকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে গ্রাহকরা এফডিআর ও সঞ্চয়পত্র ভাঙাতে গেলে উপজেলার ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকের কাছ থেকে ঘুষ নিতে ভুল করেন না। ঘুষ না দিলে হয়রানি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ডাক পোষ্ট অফিসে আটজন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। তবে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাদের কষ্টার্জিত অর্থ পোস্ট অফিসে সঞ্চয় করতে গেলে বা মেয়াদ শেষে লভ্যাংশ আনতে গেলে অথবা ভাঙাতে গেলে পোস্ট মাস্টার গ্রাহকের লাভের অংশে ভাগ বসান। পোস্ট মাস্টার ও তার সহকারীদের ভাগ না দিলে তাদেও কালক্ষেপণ ও হয়রানির শিকার হন বলে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেছেন। এমন কি লভ্যাংশের টাকা উঠাতে গেলে পোস্ট মাস্টারের সহযোগীকে দিতে হয় ৫০০ থেকে ৭০০শ’ টাকা।

সূমী বেগম, সুশান্ত, আয়শা সিদ্দিকী আয়শা, ভুক্তভোগীরা জানিয়েছেন, পাঁচ লাখ টাকার তিন মাস মেয়াদি আমানত রাখেন পোস্ট অফিসে। প্রতি তিন মাস পর টাকা তুলতে গেলে তার কাছ থেকে এক হাজার থেকে ৫০০ করে টাকা দিতে হয় পোস্ট মাস্টার ও তার সহযোগীদের। ব্যবসায়ী নিয়ে প্রতি মাসে এফডিআরের লভ্যাংশ তুলতে গেলে ৫০০ টাকা করে রাখা হয় বলে অভিযোগ করেন।

কালিয়াকৈর ডাক পোস্ট মাস্টার আব্দুল আওয়ালের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি একথাও বলেন মানুষ টাকা দেয় তাই টাকা নিচ্ছি।



আর্কাইভ