শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » শামীমের ফিফটিতে লড়াই করার মতো স্কোর পেল চট্টগ্রাম
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » শামীমের ফিফটিতে লড়াই করার মতো স্কোর পেল চট্টগ্রাম
৪২৪ বার পঠিত
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শামীমের ফিফটিতে লড়াই করার মতো স্কোর পেল চট্টগ্রাম

---

বিপিএলে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ১৪৮ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম। শামীম হোসেন করেছেন সর্বোচ্চ ৫২ রান। মিনিস্টার ঢাকার বোলার মাশরাফী পেয়েছেন একটি উইকেট।

চট্টগ্রাম প্রথমে ধীরগতিতে শুরু করলেও শামীম হোসেনের ৫২ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে ঢাকার বিপক্ষে লড়াই করার মতো স্কোর পায় তারা। মাত্র ৯ রানেই জাকির হাসানের উইকেট হারিয়ে শুরু হয় চট্টগ্রাম ইনিংস। এরপর মাশরাফী এবং ফজল হক ফারুকির কিপটে বোলিংয়ে রান খরায় পড়ে চট্টগ্রাম।

তবে যখন ভাবা হচ্ছিল চট্টগ্রাম বেশি রান করতে পারবে না, তখনই দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি। তার ফিফটি করা ইনিংসটি সাজানো ছিল ৫ চার এবং এক ছয়ে।

এদিকে ঢাকার সব বোলারই একটি করে উইকেট পায়। তবে বোলিংয়ে কিপটে ছিলেন মাশরাফী এবং আরাফাত সানি। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও পেয়েছেন একটি উইকেট।

এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মাহমুদউল্লাহর দল মিনিস্টার ঢাকা। এদিকে চট্টগ্রামের অধিনায়কে দ্বিতীয়বার পরিবর্তন আসল। চট্টগ্রামের আগের অধিনায়ক নাইম ইসলামকে বাদ দিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে।

এদিকে একাদশে জায়গা হারিয়েছেন গত চার ম্যাচে চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করা নাঈম ইসলাম। আফিফ জানিয়েছেন, নাঈমের একাদশ থেকে বাদ পড়ার পেছনে চোটজনিত কোনো সমস্যা নেই। নাঈমের আগে প্রথম চার ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

মিনিস্টার ঢাকা
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন চৌধুরী, ইমরানউজ্জামান, মাশরাফী বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি ও কাইস আহমেদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন ও নাসুম আহমেদ।



আর্কাইভ