সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দেশের বিভিন্ন এলাকায় নেয়া প্রকল্পসমূহের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ
দেশের বিভিন্ন এলাকায় নেয়া প্রকল্পসমূহের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ
ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২২ : জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভায় দেশের বিভিন্ন এলাকায় নেয়া প্রকল্পসমূহের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ.বি.তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার সভায় অংশগ্রহণ করেন।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চলমান প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত ১৩তম বৈঠকের সুরপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সভায় চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সভায় একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১ম খসড়া রিপোর্ট অনুমোদন করা হয়।
সভায় সরকারীভাবে পরিচালিত টেক্সটাইল মিল পরিচালনার বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন আশানুরূপ না হওয়ায় আরো যত্নবান হওয়ার সুপারিশ করা হয়। প্রকল্পের কাজ শুরুর পূর্বে এর গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরীর পরামর্শ দেয়া হয়।
এছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত তাই পরিবেশ বিপর্যয়ের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে আরো সজাগ থাকতে সভায় সুপারিশ করা হয়।
সভার শুরুতে কমিটির পক্ষ থেকে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইএমইডি, ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।