শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেইজিং অলিম্পিকের দ্বিতীয় দিনে স্বর্ণ জিতল বলশুনভ ও সাদোস্কি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেইজিং অলিম্পিকের দ্বিতীয় দিনে স্বর্ণ জিতল বলশুনভ ও সাদোস্কি
১৩২ বার পঠিত
সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেইজিং অলিম্পিকের দ্বিতীয় দিনে স্বর্ণ জিতল বলশুনভ ও সাদোস্কি

---

বেইজিং শীতকালীন অলিম্পিকের দ্বিতীয় দিনে স্বর্ণপদক জিতেছেন রাশিয়ান স্কিয়ার অ্যালেক্সান্ডার বলশুনভ। দিনের অন্য ইভেন্ট নারী স্নোবোর্ড স্লোপ স্টাইলে স্বর্ণ জিতেছেন নিউজিল্যান্ডের জই সাদোস্কি।

অন্যদিকে দ্বিতীয় দিনের আসরে ঘটেছে বেশ চমকপ্রদ এক ঘটনা। ঘরের ভেন্যুতে ইতালি ও হাঙ্গেরির বিপক্ষে লড়ে স্বর্ণপদক জিতেছে চীন।

বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও চীনে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের আসর। অ্যাথলিটসহ সবার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বেশ ততপর বেইজিং অলিম্পিক আয়োজক কমিটি। আসরের দ্বিতীয় দিন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন অ্যাথলিটরা।

দ্বিতীয় দিনের আসর মেতেছে মোট ৬টি ইভেন্টের সম্মিলনে। এদিন ক্রস কান্টিং স্কি, ফ্রি স্টাইল স্কি, লুজ, স্নোবোর্ড, স্কি জাম্প ও স্পিড স্কেটিংয়ের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় দিন পুরুষদের আলপাইন স্কি শুরু হওয়ার কথা থাকলেও প্রবল ঠান্ডা বাতাসের কারণে স্থগিত করা হয়েছে ইভেন্টটি। সোমবার পর্যন্ত পিছিয়েছে আলপাইন স্কি।

এদিকে আসর মাতিয়েছেন রাশিয়ান স্কিয়ার অ্যালেক্সান্ডার বলশুনভ। ৩০ কিলোমিটার স্কিয়াথলনের দৌড়ে জয় ছিনিয়ে স্বর্ণপদক জিতে নেন এই রাশিয়ান স্কিয়ার। বলশুনভের প্রতিদ্বন্দ্বী স্পিটসভ ১ মিনিট ১১ সেকেন্ড পিছিয়ে থেকে জিতেছেন রৌপ্যপদক। শেষ পর্যন্ত ১ ঘণ্টা ১৬ মিনিটের দূরত্বের দৌড়ে লড়াই করে পৌঁছেছেন ফিনিশিং লাইনে।

জই সাদোস্কি সিন্নট শীতকালীন অলিম্পিকের ইতিহাসে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন মহাজয়। শিরোনাম দখল করেছেন নারীদের স্নোবোর্ড স্লোপ স্টাইল। আমেরিকান স্নোবোর্ডারের বিপক্ষে জয়টা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। ২০ বছর বয়সী এই নারী স্নোবোর্ডার সর্বপ্রথম এক বছরেরও কম সময়ে জিতেছেন দুটি স্বর্ণপদক। সাদোস্কি দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমেরিকান জেমি অ্যান্ডারসনের মুখোমুখি হয়ে লক্ষ্যে পৌঁছান দারুণভাবে।

এদিকে ঘরের মাঠে শর্ট ট্র্যাক স্পিডস্কেটিং মিশ্র দল রিলেতে এবারের অলিম্পিক আসরে চমকপ্রদ জয় অর্জন করেন চীনা অ্যাথলিটরা। ইতালির উ দাজিং পিয়েত্রা সিগেলকে শূন্য দশমিক এক ছয় সেকেন্ডের ব্যবধানে স্বর্ণ জয়ের লড়াইয়ে যোগ দেন চীনা কু চুনিউ, ফ্যান কেক্সিন ও রেন জিওয়েই। এই মৌসুমে বিশ্বকাপের নেতৃত্ব দিয়ে স্বর্ণ জয়ের ফেভারিট তালিকায়ও ছিল চীনারা।



আর্কাইভ