রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ঘরের মেঝেতে লুকানো ড্রামে মিললো ইয়াবা
ঘরের মেঝেতে লুকানো ড্রামে মিললো ইয়াবা
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের এক বসতঘরে প্লাস্টিকের ড্রামে লুকানো ২ লাখ ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে চালানো অভিযানে এসব ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।
এ সময় বাড়ির মালিক হাসান (৫৪) কে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ইসলামাবাদের আওলিয়াবাদ এলাকার এক বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই বাড়ির মালিক হাসানকে আটক করে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বীকার না করলেও পরে তার দেওয়া তথ্য অনুসারে ঘরের ভেতরে মাটির নিচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ উদ্ধার করা হয়। পলি ব্যাগের ভেতর স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭ প্যাকেট ইয়াবার সন্ধান পায় পুলিশ। প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে সেখানে মিলে ২ লাখ ৭০ হাজার এবং একটি ভাঙ্গা প্যাকেটে মিলে আরও ৪ হাজার পিস ইয়াবা। সব মিলিয়ে উদ্ধার ইয়াবার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার পিস। এ সময় ইয়াবা পরিবহনে জড়িত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বলে এলাকার কিছু জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী পরিচয়ে চলা যুবকসহ একটি চক্রের নাম এসেছে। তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এবং জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইয়াবা জব্দের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।