শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে
২৯৯ বার পঠিত
শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে

---

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার তাণ্ডব। বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে ইতোমধ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) করোনা মহামারির দুঃখজনক এ নতুন মাইলফলকে পৌঁছায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জনের। এ ছাড়া দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন, ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন।

অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখনো মৃত্যু হয়েছে ৮১ হাজার ২৬৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫৯ হাজার ৫৫৪ জন।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বিস্তার প্রাধান্য বিস্তার করার মধ্যেই গত ১২ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি। তবে এক্ষেত্রে ওমিক্রনের চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দায় সম্ভবত বেশি বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

এদিকে বাংলাদেশ সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি এক লাখ ৯০ হাজার ৫৭৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



আর্কাইভ